টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাসুম
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। রোববার (২৪ অক্টোবর) শারজায় টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। বাংলাদেশ একাদশে হয়েছে একটি পরিবর্তন। তাসকিনের বদলে দলে সুযোগ পেয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। এর আগে, আবুধাবির টলারেন্স ওভালে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হারে টাইগাররা। সে হারের ক্ষত মুছে মাহমুদউল্লাহরা চাইবে জয় দিয়েই বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু করতে।
বাংলাদেশ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ও নাসুম আহমেদ । আর শ্রীলঙ্কা দলে মাহিস থাক্সেনার ইনজুরি থেকে সুস্থ্য না হওয়ায় একাদশে সুযোগ মিলেছে ভিনুরা ফার্নান্দো।
শ্রীলঙ্কা একাদশ:
দাসুন শানাকা (অধিনায়ক), কুশল পেরেরা, পান্থুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, ও ভিনুরা ফার্নান্দো
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত