২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
লিটন দাস বাজে ফর্মে। তাই ওপেনিংয়ে মোহাম্মদ নাঈমের সঙ্গে নামলেন সাকিব আল হাসান। কিন্তু নতুন পজিশনে হতাশ করলেন তিনি। পঞ্চম ওভারে আন্দ্রে রাসেলের তৃতীয় বলে মাত্র ৯ রান করে হোল্ডারের ক্যাচ হন সাকিব, বল খেলেন ১২টি।
নাঈমকে নিয়ে সাকিবের উদ্বোধনী জুটি
ছিলেন লিটন দাস, মোহাম্মদ নাঈমও। বাংলাদেশ দল লক্ষ্যে নেমেই অবাক করল। কারণ ওপেনিংয়ে নাঈমকে সঙ্গে করে নেমেছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে প্রথমবার এই পজিশনে বাঁহাতি ব্যাটসম্যান।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ৫.৩ ওভারে ২৯/২ (লিটন১*, নাঈম ১২*;
আউট: সাকিব – ৯, নাঈম ১৭)
ওয়েস্ট ইন্ডিজ- ২০ ওভারে ১৪২/৭ (হোল্ডার ১৫*, পোলার্ড ১৪*; ব্রাভো ১, চেজ ৩৯, পুরান ৪০, রাসেল ০, হেটমায়ার ৯, গেইল ৪, লুইস ৬)
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত