পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

| আপডেট :  ২৯ অক্টোবর ২০২১, ০৮:১৭  | প্রকাশিত :  ২৯ অক্টোবর ২০২১, ০৮:১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। টস জিতে মোহাম্মদ নবী বলেন, পিচটা শুকনো ও ভালো মনে হয়েছে। এজন্য প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।

সুপার টুয়েলভে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে পাকিস্তান। দুই ম্যাচে তাদের অর্জন ৪ পয়েন্ট। অন্যদিকে, রানরেটে এগিয়ে থাকায় আফগানিস্তান আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯০ রানের বিশাল রানের পাহাড় গড়ে ১৩০ রানে হারিয়েছিল তারা।

ভারত ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে পাকিস্তান। এ ম্যাচে আফগানিস্তানকে হারাতে পারলে সেমিফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইমরান খানের উত্তরসূরীদের। কারণ, শেষ দুটিতে তাদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল নামিবিয়া ও স্কটল্যান্ড। তবে জয়ের ধারায় থাকা পাকিস্তান খুবই সতর্ক। স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া আফগানদের সমীহ করার কথা স্বীকার করেছেন দলের অন্তবর্তী কোচ সাকলাইন মুসতাক।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত