কচুয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত, আহত ২

| আপডেট :  ২৯ অক্টোবর ২০২১, ১০:২২  | প্রকাশিত :  ২৯ অক্টোবর ২০২১, ১০:২২

সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার কচুয়ায় বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় গোবিন্দ লাল দেবনাথ (৫০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন।

নিহত গৃহশিক্ষক গোবিন্দ লাল দেবনাথ কচুয়া উপজেলার আড়িয়া মর্দন গ্রামের দেবন্দ্র কুমার দেবনাথের ছেলে। গৃহশিক্ষক হিসেবে এলাকায় বেশ সুনাম ছিল তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেলে থাকা ওই শিক্ষককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় মটরসাইকেলে থাকা মান্না শেখ (১৮) ও আকাশ (১৮) নামের দুই আরোহী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মটরসাইকেলটি বাইসাইকেলে ধাক্কা দিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গোবিন্দ লাল দেবনাথ নামে এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দইজন গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার এবং মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত