তালেবান প্রশ্নে যে জবাব দিলেন মোহাম্মদ নবি

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২১, ০৫:৩৯  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২১, ০৫:৩৯

পাকিস্তানের বিপক্ষে গতকাল শুক্রবার লড়াই করে হেরে গেছে আফগানিস্তান। এমনিতেই মন খারাপ ছিল আফগান অধিনায়ক মোহাম্মদ নবির। তার ওপর এরপর সাংবাদিক সম্মেলনে এসে অপ্রীতিকর প্রশ্নের মুখে তিনি আরও বিড়ম্বনায় পড়ে যান। কিছুদিন আগে আফগানিস্তানের দখল নিয়েছে জঙ্গি গোষ্ঠী তালেবান। সংবাদ সম্মেলনেও নবিকে তালেবান বিষয়ক প্রশ্নের জবাব দিতে হয়েছে।

এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘আফগানিস্তান ভালো খেলে দুটি ম্যাচে জিতেছে। কিন্তু আপনার মধ্যে কি কোনো ভয় আছে যে সরকার এবং পরিস্থিতি পরিবর্তন হওয়ার ফলে দেশে ফিরলে আপনাকে কোনও প্রশ্নের সম্মুখীন হতে হবে? এই নতুন যুগে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক আছে। আপনার কি মনে হয় আজকের হারের পরে আফগানিস্তান দল আরও ঐক্যবদ্ধ হবে?’

আচমকা এরকম প্রশ্নে হকচকিয়ে যান নবি। তবে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলেন, ‘রাজনৈতিক পরিস্থিতির কথা দূরে সরিয়ে রেখে ক্রিকেট নিয়ে কথা বললেই ভালো হয় না? আপনি ক্রিকেট নিয়ে কোনো প্রশ্ন করুন। আমরা সঠিক প্রস্তুতি নিয়েই এখানে বিশ্বকাপ খেলতে এসেছি। তাই ক্রিকেট সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন।’

সেই সাংবাদিক এত সহজে ছাড়ার পাত্র নন। তিনি পাল্টা বলেন যে, তার প্রশ্ন ক্রিকেট সম্পর্কিতই। কিন্তু নবি এবারও তা মানতে চাননি। এরপর সাংবাদিক সম্মেলনের সঞ্চালক বিষয়টি সেখানেই থামিয়ে দেন। ওই সাংবাদিককে আর কোনও প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। উল্লেখ্য, বিশ্বকাপের পর আফগানিস্তান দলের ভাগ্যে কী আছে সেটা পুরোপুরি অনিশ্চিত।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত