শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়াদের লক্ষ্য ১৪৩

| আপডেট :  ৩০ অক্টোবর ২০২১, ০৫:৫৭  | প্রকাশিত :  ৩০ অক্টোবর ২০২১, ০৫:৫৭

টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে গ্রুপ-১ এর দুই দল দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪২ রানে অল-আউট হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা দলের অর্ধেকেরও বেশি রান এসেছে ওপেনার পাথুম নিসাঙ্কার ব্যাট থেকে। ৫৮ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন তিনি। চারিথ আসালাঙ্কা করেছেন ১৪ বলে ২১ রান। অধিনায়ক দাসুন শানাকার ব্যাট থেকে এসেছে ১২ বলে ১১ রান। এছাড়া আর কোনো লঙ্কান ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

টি-টোয়েন্টির এক নম্বর বোলার তাবরাইজ শামসি ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন। ড্যান প্রিটোরিয়াসও নিয়েছেন ১৭ রানে তিন উইকেট। তবে তিনি ওভার করেছেন ৩টি। এছাড়া এনরিক নরকিয়া নিয়েছেন ২টি উইকেট।

এর আগে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। আজ দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তন। হেনরিক্স ক্লাসেনের জায়গায় ফিরেছেন কুইন্টন ডি’ কক। অবশ্য শ্রীলঙ্কা দলে কোনো পরিবর্তন নেই।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত