জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটালে কর্মসংস্থান বিষয়ক এডভোকেসি ওয়ার্কশপ অনুষ্টিত

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২১, ০৫:১৬  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২১, ০৫:১৬

ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা আমাদের সমাজে নানা ভাবে অবহেলিত ও উপেক্ষিত। এ সকল সুবিধাবঞ্চিত মানুষেরা বিদ্যমান সামাজিক কুসংস্কার ও বঞ্চনার কারনে উন্নয়নের মূল স্রোতে অনেকটা পিছিয়ে। তাদের যথোপযুক্ত কর্মসংস্থান ও সুযোগ সুবিধা না থাকার কারনে এ সকল বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বোঝা হিসেবে পরিগনিত হয়। ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের সুপ্ত প্রতিভা রয়েছে কাজ করার এবং সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার। কিন্তু সামাজিক সচেতনতা, উদ্যোগ ও সঠিক পরিকল্পনার অভাবে তাঁেদর মানবাধিকার ও কর্মসংস্থানের বিষয়টি চাপা পড়ে আছে।

ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম অব বাংলাদেশের উদ্যোগে সরকারী ও বেসরকারী পর্যায়ে “এমপ্লয়মেন্ট এ্যাডভোকেসি” প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল এ সকল জনগোষ্টির জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ অক্টোবর, ২০২১ বেলা ১১.০০ টায় জাপান বাংলাদেশ ফেন্ডশীপ হসপিটালে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একটি কর্মসংস্থান বিষয়ক এডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

উক্ত ওয়ার্কশপে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটাল, আমডা বাংলাদেশ ও ডাউন সিনড্রোম অব বাংলাদেশের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ এডভোকেট, মিডিয়া প্রতিনিধি ও বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। অনুষ্টানে বক্তরা ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহবান জানান। ওয়ার্কশপে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ এডভোকেটরা তাদের কাজ করার অধিকার নিয়ে কথা বলেন এবং তাদেরকে চাকুরী দেয়ার জন্য জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হসপিটালের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষন করেন।

ওয়ার্কশপের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য নিয়ে সূচনা বক্তব্য প্রদান করেন ডাউন সিনড্রোম অব বাংলাদেশের চেয়ারম্যান ও আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব সরদার এ রাজ্জাক।

ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধী বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নিয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এর চেয়ারম্যান জনাব প্রফেসর ডা. সরদার এ নাঈম।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত