গোপালগঞ্জের স্টার লাইন পরিবহনের পরিচালক ও কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্টার লাইন পরিবহনের পরিচালক মোহন মিয়া ও তার কর্মচারীদের উপর বর্ববোচিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেল স্কুল চত্ত্বরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্টার লাইন পরিবহনের পরিচালক মোহন মিয়া।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘ নয় বছর সুনামের সাথে কোটালীপাড়ায় দিগন্ত পরিবহনের কায্যক্রম পরিচালনা করে আসছিলাম। কিন্তু দিগন্ত পরিবহনের মালিক পরিবহন সার্ভিস বন্ধ করে দিতে চাইলে আমি তিন বছরের লিজ নিয়ে পরিবহন পরিচালনা করে আসছিলাম। তিন বছর শেষ হলে আমার ৪২ লাখ টাকা পাওনা হলেও মাত্র ৯ লাখ টাকা দিলে আমি তা মেনে নিই। এরপর স্টার লাইন পরিহনের দায়িত্ব নিয়ে পরিচালনা শুরু করি। কিন্তু দিগন্ত পরিবহনের স্টাফরা আমার স্টার লাইন কাউন্টারের সামনে রেখে যাত্রী টানা হেচরা করে এবং আমার ষ্টাফদের হুমকী দিকে থাকে। এর এক পয্যায়ে গত ২৭ অক্টোবর দিগন্ত পরিবহনের মালিকের লোকজন আমার স্টার লাইন পরিবহনের ষ্টাফদের মারধর করে মারাত্মক আহত করে। এ ঘটনায় ওই দিন কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করি। আমি সিসি টিভির ফুটেজ দেখে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
সংবাদ সম্মেলন শেষে স্কুলের সামনের সড়কে দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় দোষীদের শাস্তির দাবী জানায় মানববন্ধনকারীরা।
এসব কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল আজিজ মিয়া, মো: হাবিবুর রহমান, মো: সারোয়ার হোসেন মোল্যা, মো: কামাল হোসেন, মো: ইসহাক মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত