নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর সাধারণ সভা অনুষ্ঠিত

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২১, ০৫:২৬  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২১, ০৫:২৬

সোহেল আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগন্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর ৩৩ তম ও ৩৪ তম সাধারণ সভা অনুষ্ঠিত হলো সমবায় ব্যাংক ভবনের ৬ষ্ঠ তলায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম ওসমান, আরো ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক এম,পি এড. হোসনে আরা বাবলী, এনসিসিআই এর সভাপতি খালেদ হায়দার খান, এনসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার, মোঃ সাহাদাত হোসেন ভূঁইয়া(সাজনু)। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ এর ৪৪টি ব্যবসায়ী সংগঠনের ব্যবসায়ীবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর পরিচালনা পরিষদ সবসময় সকল ব্যবসায়ীদের পাশে থাকবে। ব্যবসায়ীরা যদি কোন সমস্যায় পড়ে তাহলে তারা যেনো এনসিসিআই এর বরাবরে লিখিত অভিযোগ জমা দেয় তাহলেই এনসিসিআই সমস্যা সমাধান করতে পারবে। কিছু কিছু ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরলে সেগুলোর খুব সুন্দর জবাব দেন প্রধান অতিথি এ,কে,এম সেলিম ওসমান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত