রাজধানীর যেসব কেন্দ্রে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেয়া হবে

| আপডেট :  ৩১ অক্টোবর ২০২১, ০৫:৫৫  | প্রকাশিত :  ৩১ অক্টোবর ২০২১, ০৫:৫৫

ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান শুরু হচ্ছে সোমবার (১ নভেম্বর)। রাজধানীর মোট আটটি কেন্দ্রে তাদের ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়া হবে। এর মধ্যে আগামীকাল একটি কেন্দ্র উদ্বোধন হবে। পরে পর্যায়ক্রমে বাকি সাত কেন্দ্রে এ টিকা দেয়া হবে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান এ তথ্য জানান। তিনি বলেন, প্রাথমিকভাবে ১২টি কেন্দ্র নির্বাচন করা হয়েছিল। তবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় আটটি কেন্দ্রকে টিকাদানের জন্য বাছাই করা হয়েছে।

ওই ১২ কেন্দ্রের মধ্যে রয়েছে হার্ডক ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, কসমো পলিটন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল, বিএইচ খান স্কুল অ্যান্ড কলেজ এবং আহমেদ বাওয়ানী একাডেমি।

তবে এগুলোর মধ্যে কোন চারটি স্কুল বাদ পড়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পর্যায়ক্রমে সারাদেশে এই কার্যক্রম চলবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত