পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনে বিজ্ঞান মেলা ও চিত্র প্রদর্শনীর উদ্ভোধন
জুবায়ের ইসলাম, দুমকি পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত সৃজনী বিদ্যানিকেতন (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়) শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। রবিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন, পবিপ্রবির সাবেক প্রো- ভাইসচ্যান্সেলর এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ডঃ মোহাম্মদ আলী, ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ডঃ পূর্ণেন্দু বিশ্বাস, হর্টিকালচার বিভাগের প্রফেসর ডঃ মাহবুব রব্বানী,পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ ফজলুল হক,প্রক্টরিয়াল বিভাগের প্রক্টর প্রফেসর ডঃ সন্তোস কুমার বসু, ও কমিউনিটি হেলথ এন্ড হাইজিন বিভাগের চেয়ারম্যান এবং সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ লিটন চন্দ্র সেন প্রমূখ।
বিজ্ঞান মেলায় সৃজনী বিদ্যানিকেতনের শিশু শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ৫টি গ্রুপে বিভক্ত হয়ে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রজেক্ট তৈরি ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন চিত্র প্রদর্শন করে। পরে ভাইস-চ্যান্সেলর শিক্ষার্থীদের বিভিন্ন বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত