স্কটল্যান্ড পৌঁছালেন প্রধানমন্ত্রী

| আপডেট :  ০১ নভেম্বর ২০২১, ১২:৫৭  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২১, ১২:৫৭

ধরিত্রীকে রক্ষার ব্রত নিয়ে ২ বছর পর জলবায়ু সম্মেলন বসেছে স্কটল্যান্ডে। ‘কপ টোয়েন্টি সিক্স’ নামে সম্মেলনে কার্বন নিঃসরণ কমানো এবং বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সুবিচার প্রতিষ্ঠা এ সম্মেলনের লক্ষ্য। এদিকে ইতালির জি-টোয়েন্টি সম্মেলনে বৈশ্বিক কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রাখার বিষয়ে একমত শিল্পোন্নত ২০ দেশের নেতা।

এদিকে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমান গ্লাসগোতে পৌঁছায়।

করোনার কারণে নির্ধারিত সময়ের এক বছর পর গ্লাসগোতে শুরু হলো জাতিসংঘের জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-টোয়েন্টি সিক্স। সম্মেলন ঘিরে বিশ্বনেতাদের মিলন মেলা স্কটল্যান্ডে। এতে ১৯৬ দেশের প্রায় ২৫ হাজার প্রতিনিধি যোগ দিয়েছেন।

বর্তমানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এতে ভয়াবহ আকারে বাড়ছে ঘূর্ণিঝড়, দাবদাহ ও খরা। এতে পরিবেশের সঙ্গে ধ্বংস হচ্ছে বাস্তুসংস্থান। বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় অন্যতম বাংলাদেশ। বিশ্ব ব্যাংক বলছে, জলবায়ুর বিরূপ প্রভাবে বাংলাদেশে বাসস্থান হারাবে ১ কোটি ৩৩ লাখের বেশি মানুষ। সম্মেলন স্থলের বাইরে তাই এমন প্রতিবাদী অবস্থানে রয়েছেন পরিবেশ কর্মীরা।

পরিবেশ কর্মীদের একজন বলেন, ঐক্যবদ্ধভাবে পৃথিবীকে রক্ষার অঙ্গীকার নিয়ে এখানে এসেছি। জলবায়ু সুশাসন নিশ্চিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।

বৈশ্বিক গ্রীন হাউস গ্যাস নির্গমনে ৮০ ভাগ দায়ী ব্রাজিল, চীন, ভারত, জার্মানি এবং যুক্তরাষ্ট্র। তাই ইতালিতে চলা জি-টোয়েন্টি সম্মেলনে বৈশ্বিক কার্বন নিঃসরণের মাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখতে একমত হয়েছেন শিল্পোন্নত ২০ দেশের নেতা।

যুক্তরাজ্যের প্রিন্স অব ওয়েলসের প্রিন্স চার্লস বলেন, পৃথিবীর ভালো থাকার উপর নির্ভর করছে অনাগত প্রজন্মের স্বাস্থ্য সুখ ও অর্থনৈতিক সমৃদ্ধি। তাই বৈশ্বিক কার্বন নিঃসরণের হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার বিকল্প নেই।

ইতালির প্রধানমন্ত্রী মারিয়ো দ্রাঘি বলেন, প্যারিস সম্মেলনে আমরা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে প্রতিশ্রুতি কিন্তু কার্বন নিঃসরণের মাত্রা এভাবে বাড়তে থাকলে ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে বিশ্ব।

২০৩০ এর মধ্যে চীনকে কার্বন নিঃসরণের হার কমিয়ে আনতে বাধ্য করতে জোড় প্রচেষ্টা থাকবে স্কটল্যান্ডের কপ টোয়েন্টি সিক্সে। এছাড়া চার বছর পর যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তিতে ফেরায় আশার আলো দেখা যাচ্ছে এবারের সম্মেলনে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত