গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ আ:লীগ নেতার পদ থেকে অব্যহতি

| আপডেট :  ০১ নভেম্বর ২০২১, ১২:২২  | প্রকাশিত :  ০১ নভেম্বর ২০২১, ১২:২২

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগের হিরিক পড়েছে নেতাকর্মী মাঝে। দলীয় প্রার্থী বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে ৫ নেতা কাশিয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের পদ থেকে পদত্যাগ করেছেন বলে শোনা যাচ্ছে। তবে কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগ বলছে তারা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নয় শারীরীক অসুস্থতা দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

রবিবার (৩১ অক্টোবর) রাতে কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ার হোসেন আনু ও সাধারন সম্পাদক মো: সিরাজ মোল্যা স্বাক্ষরিত ৫টি পত্রে এসব তথ্য জানাগেছে। গত ২৮ অক্টোবর পদত্যাগকারী নেতারা পদ থেকে অব্যাহতি চেয়ে অব্যাহতি পত্র দিয়েছিলেন।

দল থেকে পদত্যাগ করা নেতারা হলেন, কাশিয়ানী সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: মহসিন শেখ, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক এম লিয়াকত হোসেন টুলু, যুব ও ক্রীড়া সম্পাদক জাহিদ হাচান আরজিন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সমির হোসেন ও কার্যকরী সদস্য সাহাদাত হোসেন।

জানাগেছে, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ ১৪টি ইউনিয়নের মধ্যে ৭টিতে দলীয় প্রার্থী ও বাকী ৭টি ইউনিয়নে দলীয় প্রার্থী ছাড়াই উন্মুক্তভাবে নির্বাচন হবে।

গোপালগঞ্জ-১ আসনের অন্তর্গত কাশিয়ানী সদর, মহেশপুর, রাতইল, পারুলিয়া, সাজাইল, মাহামুদপুর ও রাজপাট ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হবে। তবে গোপালগঞ্জ-২ আসনের অন্তর্গত ওড়াকান্দি, বেথুড়ী, হাতিয়াড়া, সিংগা, নিজামকান্দি, পুইশুর ও ফুকরা ইউনিয়নে উন্মুক্তভাবে নির্বাচন হবে।

কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী মো. মশিউর রহমান খানের প্রতিদ্বন্দ্বি হয়ে নির্বাচনে লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী খোকন সিকদার। এ নিবার্চনকে কেন্দ্র ওই ৫ নেতা দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র জমা দেন। পরে তাদের পদত্যাগ পত্র গ্রহন করে তাদেরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে নয় তারা শারীরীক অসুস্থতা দেখিয়ে দলঅয় পদ থেকে অব্যাহতি চেয়েছিলেন। তাদের অব্যাহতি পত্র গ্রহন করে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দলীয় প্রার্থী যারা হয়েছেন তাদের পক্ষে সকলেই কাজ করছেন। এখানে কোন বিদ্রোহী প্রার্থী নেই তবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের সকল নেতাকর্মী দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত