শুরুতেই তিন উইকেট নেই বাংলাদেশের
সুপার টুয়েলভের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। ইনিংসের শুরুতেই তিন ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়েছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ : ২৪/৩ (৫.৩ ওভার)
আজ মঙ্গলবার বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ২২ রানের মাথায় ওপেনার নাঈম শেখকে ফেরান কাগিসো রাবাদা। স্লোয়ার ডেলিভারি ছিল পুল করতে গিয়ে মিডউইকেটে থাকা রেজা হেন্ডরিকসের তালুবন্দি হন তিনি। পরের বলে সৌম্য সরকারকে লেগ বিফোরের ফেরান রাবাদা। গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন সৌম্য। নিজের পরের ওভারে মুশফিকুর রহিমকে সাজঘরে ফেরান রাবাদা। শূন্য রানে ফেরেন তিনি।
বাংলাদেশের একাদশ :
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, শামীম পাটোয়ারি, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ :
রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত