টাইগারের হুঙ্কারে কাঁপছে প্রোটিয়ারা

| আপডেট :  ০২ নভেম্বর ২০২১, ০৬:৩০  | প্রকাশিত :  ০২ নভেম্বর ২০২১, ০৬:৩০

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৮৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মামুলি টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। এরই মধ্যে সাজঘরে ফিরে গেছেন দুই প্রোটিয়ে ওপেনার রেজা হেন্ডরিক্স ও কুইন্টন ডি কক। সাজঘরে ফিরেছেন মার্করামও।

ব্যক্তিগত ৪ রানে আউট হয়েছে হেন্ডরিক্স ও ১৬ করে আউট হয়েছেন ডি কক। প্রথম উইকেটটি তাসকিন আহমেদ ও দ্বিতীয়টি পান মেহেদি হাসান। রানের খাতা খুলতে পারেননি মার্করাম।

প্রতিবেদন লেখার সময় প্রোটিয়াদের স্কোর ৬ ওভারে ২ উইকেটে ৩৬ রান। রাশি ভ্যান ডার ডুসেন ৬ ও টেম্বা বাভুমা শূন্য রানে ব্যাট করছেন।

এর আগে টসে হেরে আগে ব্যাটিং করে মাত্র ৮৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে চিরাচরিত ভাবে শুরুতেই আউট হয়ে যান নাঈম। করেন মাত্র ৯ রান। এরপর সৌম্য সরকার, মুশফিকুর রহীম উভয়েই আউট হন গোল্ডেন ডাকে।

মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন মাত্র ৩ রান করেই। আফিফ হোসেনও ফিরে যান শূন্যতে। ৩৪ রানে পাঁচ উইকেটের পতন হওয়ার পর দলীয় ৪৫ রানে লিটন দাসও ফিরে যান ব্যক্তিগত ২৪ রান করে।

শামীম হোসেন আউট হন ১১ রানে। কিছুটা মেরে খেলার চেষ্টা করা মেহেদী হাসান আউট হন ২৭ রানে। তাসকিন ৩ রান করে রানআউট হন এবং নাসুম আউট হন ০ রানে।

বর্তমান স্কোর
রান: ৩৭
ইউকেট: ৩
ওভার: ৭

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত