দুমকিতে মাদ্রাসা শিক্ষার্থীকে ধ’,র্ষ,’ণে’,র’ অভিযোগে আটক ১
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে এক মাদ্রাসা শিক্ষার্থীকে (১১) ধর্ষণ চেষ্টার অভিযোগে লিটন সর্দার (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ মুরাদিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ মুরাদিয়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা সেকান্দার সর্দারের বখাটে ছেলে লিটন সর্দার (৩৫) ওই কিশোরী শিক্ষার্থীকে মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে এবং বখাটে লিটনকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় নারী ও শিশু নির্যাতন আইনে দুমকি থানায় মামলা দায়ের করেন।
মামলা নং-০১ তারিখ ০১/১১/২০২১ইং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জিব কুমার জানান, মঙ্গলবার সকালে আসামি লিটনকে পটুয়াখালী কোর্টে চালান দেয়া হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত