নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

| আপডেট :  ০২ নভেম্বর ২০২১, ০৮:১২  | প্রকাশিত :  ০২ নভেম্বর ২০২১, ০৮:১২

টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান সপ্তম আসরের ৩১তম ম্যাচে অভিজ্ঞ পাকিস্তানের মুখোমুখি নবাগত নামিবিয়া। বিশ্বকাপের মতো বড় আসরে এই প্রথম বাছাই পর্বে খেলার সুযোগ পেয়ে মূলপর্বের টিকিট পায় নামিবিয়া। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পেয়ে অভিজ্ঞ স্কটল্যান্ডকে হারিয়ে দেয় নামিবিয়া। অথচ এই স্কটল্যান্ডের কাছেই প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ দল।

চলতি বিশ্বকাপে ফর্মের তুঙ্গে রয়েছেন বাবর আজমরা। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড আর তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল প্রায় নিশ্চিত করে পাকিস্তান। আজ নামিবিয়ার বিপক্ষে জয় পেলে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে।

পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত