গোপালগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

| আপডেট :  ০২ নভেম্বর ২০২১, ১০:৫০  | প্রকাশিত :  ০২ নভেম্বর ২০২১, ১০:৫০

বাদল সাহা, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে দুই পক্ষের মারামারি ঠেকাতে গিয়ে কবির সরদার (৩৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত কবির সরদারের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার ভোজরগাতি গ্রামে।

ওসি মো: মনিরুল ইসলাম জানানিয়েছেন, আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদরের ভোজরগাতি গ্রামের ভোজরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে স্থানীয় জাহিদ শেখের ছেলে হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারসহ সঙ্গীয় কয়েকজন মিলে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেম খেলছিল।

গেম খেলার এক পর্য়ায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় ইউনিয়ন মেম্বর আরোজ আলী বিষয়টি মিমাংসা করে দেন।

কিন্তু এর জের ধরে প্রাইমারি স্কুলের সামনে হাসান শেখের সমর্থক জাহিদ শেখ ধারালো ছুরি নিয়ে টিটু সরদারের উপর হামলা করে। এসময় অবস্থা বেগতিক দেখে একই এলাকার কবির সরদার উভয়ের মারামারি ঠেকাতে এগিয়ে আসলে জাহিদ শেখের ধারালো ছুরির আঘাতে কবির সরদার ও টিটু সরদার মারাত্ত্বকভাবে আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার কবির সরদারকে মৃত ঘোষণা করে। আহত টিটু সরদারকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত