‘বঙ্গবন্ধুর নাম ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা হয়েছিল’

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২১, ১২:৪২  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২১, ১২:৩২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম দেশের ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছিল, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ নভেম্বর) যুক্তরাজ্যের মুজিব অ্যান ইন্ট্রুডাকশন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, সবক্ষেত্রে জাতির পিতার অবদান মুছে দিতে চেয়েছিল স্বাধীনতা বিরোধী অপশক্তি। এখন এই বইয়ের মাধ্যমে সকল ইতিহাস তুলে ধরা হবে। ইতিহাসকে বিকৃত করার আর কোনো সুযোগ নেই বলেও জানান, প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার বই প্রকাশের ব্যবস্থা করবে। এটি পাঠের মাধ্যমে আগামী প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত