পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনে কবিতা উৎসব

| আপডেট :  ০৬ নভেম্বর ২০২১, ০৬:২৯  | প্রকাশিত :  ০৬ নভেম্বর ২০২১, ০৬:২৯

জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিচালিত সৃজনী বিদ্যানিকেতন (উচ্চ মাধ্যমিক স্কুল) কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় কমিউনিটি হেলথ এন্ড হাইজিন বিভাগের চেয়ারম্যান ও সৃজনী বিদ্যানিকেতনের অধ্যক্ষ লিটন চন্দ্র সেনের সভাপতিত্বে কবিতা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হর্টিকালচার বিভাগের অধ্যাপক ডঃ সন্তোষ কুমার বসু, বায়োকেমিস্ট্রি এন্ড ফুড এনালাইসিস বিভাগের সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালি ও একই বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ দেবনাথ, সৃজনী বিদ্যানিকেতন এর প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস প্রমুখ। পরে কবিতা উৎসবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত