মোংলায় গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরীর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মোংলা দিগরাজ এলাকার বসুন্ধরা গ্রুপের একটি এলপিজি গ্যাস ফ্যাক্টরীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে পরবর্তীতে দুই জনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, একটি দুর্ঘটনার কথা আমরা শুনেছি। আমাদেরকে ফ্যাক্টরীর পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্তারিত জানতে দ্বিগরাজ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মোঃ গোলাম সরোয়ার বলেন, বিভিন্ন মাধ্যমে দ্বিগরাজ এলাকার একটি গ্যাস ফ্যাক্টরীতে দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু আমাদের কোন ইউনিটকে তারা জানায়নি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত