সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও আটকের প্রতিবাদে দুমকিতে মানববন্ধন

| আপডেট :  ১৯ মে ২০২১, ০৬:৩১  | প্রকাশিত :  ১৯ মে ২০২১, ০৬:২৯

জুবায়ের ইসলাম সোহান, দুমকি পটুয়াখালী থেকে: সচিবালয়ে স্বাস্হ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের হাতে প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে দুমকি প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন বন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় দূমকি প্রেসক্লাবের সামনের মহাসড়কে দুমকি প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল হোসেন দুলাল, আহ্বায়ক কমিটির সদস্য ম মামুন খান ফারুকী, আঃ কুদ্দুস, মোঃ জাহিদুল ইসলাম ও মোঃ নাঈম হোসেন প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা ও আটকের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন পাশাপাশি স্বাস্হ্য মন্ত্রণালয়ের দূর্নীতিবাজ কর্মকর্তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত