লঞ্চ মালিকদের সঙ্গে বিকেলে বৈঠকে বসবে বিআইডব্লিউটিএ

| আপডেট :  ০৭ নভেম্বর ২০২১, ০৪:৪৪  | প্রকাশিত :  ০৭ নভেম্বর ২০২১, ০৪:৪৪

দেশের বাজারে ডিজেলের দাম বাড়ায় বাস মালিকদের মতো ধর্মঘটে গেছেন লঞ্চ মালিকরাও। তারাও ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন। বিষয়টি সমাধান করতে রোববার বিকেলে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিউটিএ।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে এই বৈঠক হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান।

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের উপস্থিতিতে লঞ্চ মালিক সমিতির নেতারা উপস্থিত থাকবেন বলে সংগঠনের পরিচালক মামুনুর রশিদ জানিয়েছেন।

সরকার গত বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করলে শুক্রবার সকাল থেকে বাস ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেনে পরিবহন মালিকরা। এরপর শনিবার লঞ্চ মালিকরাও ধর্মঘটে যান। তার আগে শুক্রবারই লঞ্চ ভাড়া দ্বিগুণ করার একটি প্রস্তাব দেওয়া হয় লঞ্চ মলিকদের পক্ষ থেকে।

১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানানো হয় সেখানে।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত