বাস ধর্মঘট প্রত্যাহার
বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মালিকদের গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান। বিআরটিএর সঙ্গে ভাড়া পুনঃনির্ধারণ বৈঠক শেষে রবিবার (৭ নভেম্বর) বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামীকাল থেকে নতুন ভাড়া কার্যকর হবে। বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে আমাদের নজরদারি থাকবে। আজ থেকেই গাড়ি চলাচল শুরু হবে। ধর্মঘট প্রত্যাহার করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানান এনায়েত উল্লাহ খান। সব জেলা থেকে বাস চলাচল শুরু করার আহ্বান জানান তিনি।
মালিকরা ভাড়া পুনঃনির্ধারণের দাবি করলেও ডিজেলের দাম কমানোর বিষয়টি নিয়ে কোনও কথা বলেননি।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া নতুন ভাবে নির্ধারণের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে মালিকরা।
তিনি বলেন, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ১ টাকা ৪২ পয়সা। এখন তা আমরা বাড়িয়ে ২ টাকা করার প্রস্তাব করেছি। এক্ষেত্রে দূরপাল্লার ভাড়া বৃদ্ধির এ হার ৪০ দসমিক ৮৫ শতাংশ। এছাড়া মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ দসমিক ৭০ পয়সা রয়েছে। এখন তা প্রস্তাব হয়েছে ২ দসমিক ৪০ পয়সা করার। এখানে মহানগরে বাড়তি ভাড়ার এ শতকরা হার ৪১.১৮ শতাংশ। এবং মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১.৬০ পয়সা। এটি বাড়িয়ে ২.৪০ পয়সা করার প্রস্তাব হয়েছে। ভাড়া বৃদ্ধির এ হার ৫০ শতাংশ।
এর আগে, এদিন সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে এক বৈঠকে নতুন করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়। যেখানে দূরপাল্লায় কিলোমিটারে ৫৮ পয়সা, মহানগরে ৭০ পয়সা এবং মিনিবাসে ৮০ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত