দুমকির লেবুখালি ফেরিঘাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

| আপডেট :  ১৯ মে ২০২১, ০৬:৩৬  | প্রকাশিত :  ১৯ মে ২০২১, ০৬:৩৬

জুবায়ের ইসলাম সোহান, দুমকি পটুয়াখালী থেকে: দুমকির লেবুখালী ফেরীঘাটে ট্রাক ও মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেলিনা আক্তার (৩৫) নামের এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।

এঘটনায় তার স্বামী শামিম (৪০) ও পুত্র সন্তান তামিম (৯) গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার লেবুখালী ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত সেলিনা আক্তার পটুয়াখালীর আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। সে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়ীয়া এলাকার শামিমের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সেলিনা দীর্ঘদিন যাবৎ ডায়রিয়া রোগে ভুগছিলেন।

গতকাল সন্ধ্যায় বরিশাল সেবাচিমে চিকিৎসা শেষে তার স্বামীর মটোরসাইকেল যোগে পটুয়াখালী শহরে বাসায়ব ফিরছিলেন। এসময় ফেরিতে উঠতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষনা করেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত