বাড়তি ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু
পরিবহন ধর্মঘট তুলে নেওয়ার পর রাজধানীসহ সারাদেশে বাস চালু হয়েছে। ইতিমধ্যে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে তিন দিন ভুগিয়ে প্রত্যাহার হয়েছে পরিবহন ধর্মঘট। আজ সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়তি ভাড়ায় বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। মহানগর এবং মিনিবাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা এবং দূরপাল্লায় বেড়েছে ৩৮ পয়সা। আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে একজন যাত্রীর জন্য প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া ১ টাকা ৪২ পয়সার স্থলে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে ১ টাকা ৭০ পয়সার স্থলে ২ টাকা ১৫ পয়সা ও ১ টাকা ৬০ পয়সার স্থলে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে ৭ টাকার স্থলে ১০ টাকা ও ৫ টাকার স্থলে ৮ টাকা করা হয়েছে
৩৫ শতাংশ ভাড়া বেড়েছে লঞ্চে। লঞ্চভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ২ টাকা ৩০ পয়সা ও ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
তবে বাস-লঞ্চের সমাধান মিললেও দাবি পূরণ না হওয়ায়, ধর্মঘট পালন করছে ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত