তুমুল নাচ দেবলীনার, মুহূর্তে ভাইরাল ভিডিও

ভারতীয় টেলিভিশন স্টার প্লাসের জনপ্রিয় সিরিয়াল ‘সাত নিভানা সাথিয়ার ‘গোপি বহুকে কে না চেনে! আর সেই গোপী বহুর চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও মানুষের মন থেকে এতোটুকুই অমলিন হয়নি এই সিরিয়ালটি, বরং সিরিয়াল প্রেমীদের কাছে আজও এই সিরিয়ালটি বেশ পছন্দের তালিকায় রয়েছে। সিরিয়ালের সাথে দর্শকদের চোখে আজও দেবলিনা গোপী বহু। সেই চেনা ‘গোপী বৌমা’ হাজির হলেন নতুন অবতারে। তার বেলি ড্যান্সের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে, যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।
শনিবার (১৩ নভেম্বর) দেবলীনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, স্পোর্টস ব্রা ও কালো রঙের শর্টস পরেছেন দেবলীনা। এমন সাজে বেলি ডান্স করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন—‘বেলি ড্যান্সের শিক্ষানবিশ লেভেলে রয়েছি। আশা করছি, এটি আপনাদের ভালো লাগবে।’
ভিডিওটি পোস্ট করার পর প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে তার শরীরের মেদ নিয়ে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘মোটা নারী।’ আরেকজন লিখেন, ‘গোপী বহু কী হয়েছে? আপনার লজ্জা আছে কি নাই?’ প্রশ্ন ছুড়ে দিয়ে একজন লিখেন, ‘এটা কেমন ব্যবহার গোপি বহু? দেবলীনাকে পরামর্শ দিয়ে অন্যজন লিখেন, ‘আগে ফিটনেস ঠিক করে তারপর এই ধরনের ভিডিও পোস্ট করুন।’
দেবলীনার এই উষ্ণ লুকের ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেবলিনা ভিডিওটিকে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, যদিও বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছি তাহলেও এই ড্যান্স ফর্মটির প্রেমে পড়েছি আমি। পুরোপুরি তৈরি না এখনো অনেক শেখা বাকি, অভিনেত্রী জানিয়েছেন তিনি যখন পুরোপুরি নাচের ফর্মটি শিখে যাবেন তখন একটি গোটা গান এই নাচের দ্বারা তুলবেন। দেবলীনার এই অবস্থা দেখে রীতিমতো তাজ্জব হয়েছে নেটিজেনরা, অনেকেই মন্তব্য করে বিস্ময় প্রকাশ করেছেন, পাশাপাশি ট্রোলিং এর হাত থেকে বাঁচেন নি দেবলিনা, কেউ কেউ ট্রোল করে অভিনেত্রী কে লিখেছেন, “আপনি কি নিজেকে নোরা ফাতেহি মনে করছেন!
এর আগেও খোলামেলা পোশাকে তার বেলি ড্যান্সের একটি ভিডিও পোস্ট করে সমালোচনার মুখে পড়েছিলেন দেবলীনা। তা ছাড়া খোলামেলা পোশাকে এক ফটোশুটে অংশ নিতেও দেখা যায় তাকে। আবেদনময়ী এসব ছবি প্রকাশের পর সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত