ইউক্রেন সীমান্তে রাশিয়ার এক লাখ সেনা

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২১, ০৮:১৩  | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২১, ০৮:১৩

ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনার সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এ তথ্য দিয়ে বলেছেন, রাশিয়ার এসব সেনাদের মুভমেন্ট সম্পর্কে কিয়েভকে জানিয়েছে পশ্চিমা দেশগুলো। জেলেনস্কি তার ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেছেন, আমি আশা করছি পুরো বিশ্ব এখন দেখতে পাচ্ছে কে শান্তি চায়। আর কে আমাদের সীমান্তের কাছে এক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে বলেছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার এমন সেনা সমাবেশ ঘটানোতে আরো হামলার আশঙ্কা দেখা দিয়েছে। তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। ৩রা নভেম্বর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা সংখ্যা ৯০ হাজার বলে উল্লেখ করেন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত