পাকিস্তান যেমন চীনের, তাইওয়ান তেমনি ভারতের হওয়া উচিত: ব্রহ্ম চেলানি

| আপডেট :  ১৪ নভেম্বর ২০২১, ১০:০৩  | প্রকাশিত :  ১৪ নভেম্বর ২০২১, ১০:০৩

ভারতের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাওয়া স্বত্ত্বেও দেশটিতে চীনের রপ্তানি বেড়েই চলেছে। ভূ-রাজনৈতিকভাবে তাইওয়ান ভারতের কাছে এমন হওয়া উচিত যেমনটি চীনের কাছে পাকিস্তান। শনিবার টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক কলামে নয়াদিল্লিভিত্তিক সেন্টার ফর পলিসি রিসার্চের স্ট্র্যাটেজিক স্টাডিজ বিষয়ের অধ্যাপক ব্রহ্ম চেলানি এমন মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, গত বছর ভারতের নেয়া বিভিন্ন পদক্ষেপ (চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করা থেকে শুরু করে ভারতীয় সরকারী চুক্তিতে চীনা কোম্পানিগুলোর অ্যাক্সেস সীমাবদ্ধ করা) চীনা আগ্রাসনের বিরুদ্ধে দেশের জনগণের ক্ষোভ প্রশমিত করতে সাহায্য করেছে তবে চীনের আচরণকে প্রভাবিত করতে তেমন কিছু করতে পারেনি। আগ্রাসন চালিয়ে যাওয়া স্বত্ত্বেও ভারতে চীনের রপ্তানি বেড়ে চলেছে।

চেলানি মনে করেন, ভূ-রাজনৈতিকভাবে তাইওয়ান ভারতের কাছে এমন হওয়া উচিত যেমনটি চীনের কাছে পাকিস্তান। চীন যদি তাইওয়ানকে গ্রাস করে, তবে এটি তার আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাবে এবং ভারতকে আরও বেশি চাপ প্রয়োগের সামরিক হুমকি হয়ে উঠবে। ভারতীয় নীতিকে ব্যবহারিক কিন্তু অঘোষিতভাবে “এক চীন, এক তাইওয়ান, এক তিব্বত” ভঙ্গিতে সূক্ষ্মভাবে এক-চীন অবস্থান থেকে সরানো উচিত।

শিলিগুড়ি করিডোরে সিসিপি (চীনা কমিউনিস্ট পার্টি) এর নকশা এবং বিদ্রোহীদের কাছে চীনা অস্ত্রের প্রবাহের কারণে কলকাতা কনস্যুলেট বন্ধ করে দেয়া থেকে শুরু করে ভারতে চীনের বৃহৎ কূটনৈতিক উপস্থিতি কমানোর সময় এসেছে এমন পরামর্শ দিয়ে চেলানি লিখেছেন, (নরেন্দ্র) মোদির পূর্বসূরি নিজেদের (ভারতের) ক্ষতি করে চীনের উপকার করেছেন- ভারতকে চীনে তার লাসা কনস্যুলেট
(যেটি বেজিং ১৯৬২ সালে বন্ধ করে দিয়েছিল) পুনরায় চালু করার অনুমতি না দিলেও কলকাতায় চীনের কনস্যুলেট পুনঃপ্রতিষ্ঠা করতে দিয়ে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত