ফের প্রেসিডেন্ট হলে স্বৈরাচার হবেন ট্রাম্প: সাবেক সহযোগী অ্যালিসা
২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন করে ডনাল্ড ট্রাম্প জয়ী হলে একটি “দুঃস্বপ্নের দৃশ্য” দেখার বিষয়ে সবাইকে সতর্ক করেছেন হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যালিসা ফারাহ। তিনি বলেছেন, “সেক্ষেত্রে ট্রাম্প একদম স্বৈরাচারের কিছু কিছু রূপ দেশের উপর চাপিয়ে দেবেন৷ তিনি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন৷ এছাড়া তিনি রাজনৈতিক কারণে দেশের সামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারেন।”
সিএনএন-এর “ট্রাম্পিং ডেমোক্রেসি: অ্যান আমেরিকান ক্যু”-এর একটি ক্লিপের বরাতে বিজনেস ইনসাইডার জানায়ঃ
ফারাহ তার প্রাক্তন বস ট্রাম্পকে ‘এমন এক ব্যক্তি যিনি আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়ার চ্যালেঞ্জ করেছেন’ হিসেবে বর্ণনা করেছেন। ফারাহ বলেন, “ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ হবে প্রথম মেয়াদের চেয়ে একেবারেই আলাদা এবং এটাতেই আমার সবচেয়ে বেশি ভয়”।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত