বিশ্বকাপে ব্যাটে-বলে সেরা যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে রানে সবাইকে টেক্কা দিলেন বাবর আজম এবং বোলিংয়ে অ্যাডাম জাম্পা ও ট্রেন্ট বোল্ট। মিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। এর আগে দলটির অধিনায়ক বাবর করেন মোট ৩০৩ রান। ছয় ম্যাচে তার গড় ৬০.৬০, স্ট্রাইক রেট ১২৬.২৫। বাবরের পরে দ্বিতীয় স্থানে চলে এসেছেন ডেভিড ওয়ার্নার। ফাইনালে ৩৮ বলে ৫৩ রানের ইনিংস খেলে তার মোট রান সাত ম্যাচে ২৮৯। গড় ৪৮.১৬, স্ট্রাইক রেট ১৪৬.৭০।
এরপর রয়েছেন বাবরের সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। তিনি ছয়টি ম্যাচ খেলে ৭০.২৫ গড় এবং ১২৭.৭২ স্ট্রাইক রেটে ২৮১ রান করেছেন।
চার নম্বরে রয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার। তিনিও মোট ছয়টি ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৬৯। একটি শতরানও করেছেন। তার গড় ৮৯.৬৬, স্ট্রাইক রেট ১৫১.১২।
বোলারদের মধ্যে উইকেট নেয়ার বিচারে সেরা অস্ট্রেলিয়ার জাম্পা ও নিউজিল্যান্ডের বোল্ট। দুজনেরই সাত ম্যাচে মোট ১৩টি করে উইকেট। জাম্পার বোলিং গড় ১২.০৭, বোল্টের গড় ১৩.০০।
এরপর ১১টি করে উইকেট নিয়ে রয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং অজি পেসার জশ হ্যাজেলউড। সাকিবের বোলিং গড় ১১.১৮, হ্যাজেলউডের ১৫.৯০।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত