তরুণদের আধিপত্য, বাদ পড়লেন ৩ জন, নতুন মুখ ৬ জন
চমক আসাটা প্রত্যাশিতই ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান সিরিজে বড় পরিবর্তন তাই অনুমিতভাবেই এসেছে। ১৬ সদস্যের স্কোয়াডে নেই তিন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। নতুন মুখ ছয়টি!
এর আগেই বাংলাদেশ সিরিজের জন্য বেশ শক্তিশালী দল ঘোষণা করেছিল পাকিস্তান। মিরপুরে সফরকারীদের প্রস্তুতিও চলছে বেশ জোরেশোরে। সে তুলনায় নবীনদের আধিপত্য বাংলাদেশ স্কোয়াডে। বাদ পড়েছেন ছন্দে না থাকা একাধিক ক্রিকেটার। একমাত্র সিনিয়র ক্রিকেটার হিসেবে ঠাঁই পেয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ইনজুরির কারণে এই সিরিজে খেলবেন না সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। পুনর্বাসনের কারণে নেই তামিম ইকবালও। টেস্ট সিরিজের প্রস্তুতি নেয়ার জন্য বিশ্রাম দেয়া হয়েছে মুশফিককে। সব মিলিয়ে বড় পরিবর্তনের ঢেউ লাগল টি-টোয়েন্টি দলে।
প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী। সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম। ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি এখনও।
দলে ফিরেছেন আমিনুল ইসলাম। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীকে রাখা হয়েছে বিকল্প উইকেটরক্ষক হিসেবে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন শামীম হোসেন। আর বাদ পড়েছেন লিটন দাস ও সৌম্য সরকার।
আগামী ১৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি।
১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড
মাহামুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শহিদুল ইসলাম, আকবর আলী।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত