ঘোষিত হলো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিন-তারিখ

| আপডেট :  ১৬ নভেম্বর ২০২১, ০৬:৩৮  | প্রকাশিত :  ১৬ নভেম্বর ২০২১, ০৬:৩৮

একটি বিশ্বকাপ শেষ হতে না হতেই আগামী বছর অনুষ্ঠিত আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ঘোষিত হয়ে গেল। আজ মঙ্গলবার ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মাটিতে আগামী বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।

আইসিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার ৭টি শহরে হবে এই টুর্নামেন্ট। ভেন্যুগুলো হলো- ব্রিসবেন, গিলং, হোবার্ট, পার্থ, সিডনি, অ্যাডিলেড এবং মেলবোর্ন। যার মধ্যে ৯ নভেম্বর সিডনি ও ১০ নভেম্বর অ্যাডিলেডে হবে দুটি সেমিফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্নে। ২০২০ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও হয়েছিল মেলবোর্নে। সেই ম্যাচে রেকর্ড ৮৬ হাজার ১৭৪ দর্শক হয়েছিল।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়েদের বিশ্বকাপের সাফল্য বিচার করে ২০২২ সালের বিশ্বকাপের সূচি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই ১২টি দেশ সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি ৮টি দলকে যোগ্যতা অর্জন করতে হবে। আগামী বছর ওমান এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। যাতে নামিবিয়া, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজসহ আরও ৪টি দেশ খেলবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত