কোহলির রেস্তোরাঁয় সমকামীদের প্রবেশ নিষিদ্ধ
ভারতীয় ক্রিকেট তারকা ও জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ‘ওয়ান৮ কমিউন’নামে একটি রেস্তোরাঁ দিয়েছেন। আর সেই রেস্তোরাঁয় সমকামীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে সমকামীদের সমর্থক সংগঠন ‘ইয়েস উই এক্সজিস্ট’ তীব্র প্রতিবাদ জানিয়েছে।
ওই সংগঠনটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখে, কোহলির রেস্তোরাঁয় সমকামী যুগল ও নারীদের ঢুকতে দেওয়া হয় না।
কৌশাল নামের এক সমকামী টুইটবার্তায় বলেন, রেস্তোরাঁয় এমন নিষেধাজ্ঞা নতুন ইন্ডিয়ার জন্য গ্রহণযোগ্য নয়। কোহলির এমন লিঙ্গ বৈষম্যমূলক আচরণে সমকামীরা ব্যথিত হয়েছে। আমরা আশা করি আমাদের মাঝে ভুলবোঝাবুঝি তিনি দূর করবেন।
এ বিষয়ে রেস্তোরাঁর কর্মী অমিত জোশী বলেন, ‘কোনো পুরুষ একা এলে তাকে আমরা ঢুকতে দিই না। নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ নিয়ম চালু করা হয়েছে। যদি ছেলেমেয়েদের দল আসে, তাতে কোনো সমস্যা নেই। তবে লিঙ্গের ভিত্তিতে কোনো নিষেধাজ্ঞা নেই এখানে।’
রেস্তোরাঁটির দিল্লি শাখার কর্মী নীহারিকা কুরার জানান, ‘তাদের রেস্তোরাঁয় ছেলেরা ঢুকতেই পারে। আমরা কোনো অতিথিকে না বলতে পারি না। কিন্তু যখন রেস্তোরাঁ ভর্তি থাকে, শুধু তখনই একা আসা পুরুষদের ফিরিয়ে দিতে হয়। কিংবা কেউ ছোট প্যান্ট পরে এলে তাকেও ঢুকতে দেওয়া হয় না।’ খবর ইন্ডিয়া টুডে ও আনন্দবাজার পত্রিকার।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত