খালেদার বিদেশে চিকিৎসায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা বিএনপির
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে জাতীয় সংসদ থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দলটির সাংসদরা। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানববন্ধন করেন বিএনপির সাংসদরা। এসময় খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান তারা। মানববন্ধনে বিএনপি সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, হারুনুর রশিদ, মোশাররফ হোসেন এবং সংরক্ষিত আসনের সাংসদ রুমিন ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।
হারুনুর রশীদ বলেন, ‘সংসদ থেকে আমাদের বেরিয়ে যেতে বাধ্য করবেন না। এ দাবি ন্যায্য। এটি না মানলে আমরা জাতীয় সংসদে থাকবে কি না, তা চিন্তাভাবনা করব।’
সাংসদ সিরাজ বলেন, ‘সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নিতে পারে। তবে সম্প্রতি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে তার কাছে আমরা কিছু আশা করতে পারি না। তাই রাষ্ট্রপতিকে তার ক্ষমতাবলে আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি।’
রুমিন ফারহানা বলেন, ‘খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। দেশে আইনের শাসন থাকলে উনি এমনিতেই জামিন পেতেন।’
মোশাররফ হোসেন বলেন, ‘এর আগেও আমরা বলেছি, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো না হলে সংসদ থেকে আমরা পদত্যাগ করবো। কিন্তু সরকার কর্ণপাত করেনি। ফের সেই দাবি তুলছি।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত