নিরাপত্তা ও হাফ পাসের দাবিতে বদরুন্নেসার ছাত্রীদের বিক্ষোভ
নিরাপত্তা ও হাফ পাসের দাবিতে বিক্ষোভ করছে রাজধানীর বদরুন্নেছা কলেজের শিক্ষার্থীরা। রোববার (২১ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ এলাকা ও চানখারপুলে মিছিল করেন তারা।
সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন ছাত্রীরা। বাসে হাফ পাসকে শিক্ষার্থীদের অধিকার বলে দাবি তাদের। পাশাপাশি বাড়তি ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহার বন্ধেরও দাবি জানানো হয়।
এসময় বিভিন্ন গণপরিবহনে হাফ পাশের দাবিতে স্লোগান লিখে দেন আন্দোলনকারিরা। শিক্ষার্থীরা জানান, আমরা নারীরা বাসে নানা হয়রানির শিকার হই। নানা অশোভন আচরণ করে বাসের হেলপাররা। আমরা এর প্রতিকার চাই। আমাদের হাফ ভাড়া নিতে হবে, সেই দাবিও জানাই।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত