দুমকিতে রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী
জুবায়ের ইসলাম, দুমকি, পটুয়াখালী প্রতিনিধি: দুমকির শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুরাদিয়া নদীর পশ্চিম তীরে পানি উন্নয়ন বোর্ডের গাবতলী- শ্রীরামপুর ডাকাতিয়া খালগোড়া ভায়া তালুকদার হাট রাস্তাটির প্রায় আড়াই কিমি.রাস্তার বেহাল দশা। দুমকি উপজেলা পরিষদের তালিকাভুক্ত রাস্তাটির আইডি নম্বর – ৫৭৮৯৬৪১৩৫ দীর্ঘদিন যাবৎ সংস্কার ও পাকাকরণের অভাবে জরাজীর্ণ অবস্থায় পরে আছে।
দুমকি উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ লাউকাঠী, মুরাদিয়া ও শ্রীরামপুর ইউনিয়নের হাজার হাজার পথচারীর যাতায়াত এবং মালামাল , নির্মাণ সামগ্রী পরিবহনের একমাত্র মাধ্যম এ রাস্তাটি। বর্ষার মৌসুমে রাস্তার মাঝখানে পানি জমে বড় বড় গর্তেরসৃষ্টি হয়, কাঁদা হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সুষ্ক-মৌসুমে অসমান রাস্তা দিয়ে যান চলাচলে অসুবিধার সৃষ্টি হচ্ছে। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি রাস্তাটি পাকাকরণের।
৫নং ওয়ার্ডের বাসিন্দা ও জামলা এইচ আ: গনি দাখিল মাদ্রাসার সুপার মাও. আলমগীর হোসেন বলেন, দেশের সকল এলাকায় উন্নয়ন হলেও এ রাস্তাটি এখনও পাকাকরণ না হওয়ায় এলাকাবাসী চরম ভোগান্তিতে আছে। শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম বলেন, এ রাস্তা দিয়ে জনসাধারণ দুমকি ও পটুয়াখালী সদরে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। পটুয়াখালী সদরের লাউকাঠি ইউনিয়নের ডাকাতিয়া খাল হইতে দুমকির শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সেকান্দার আলী দফাদার বাড়ীর দরজা পর্যন্ত আড়াই কিমি রাস্তা পাকা করন করা হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
এছাড়াও এ রাস্তাটি দিয়ে ২টি দাখিল,১টি মহিলা ফাজিল মাদ্রাসা, ৩ টি প্রাথমিক বিদ্যালয়, ১টি নূরানী মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে, জামলা কমিউনিটি ক্লিনিক, দুমকি হেলথ কমপ্লেক্সে অসুস্থ রোগী নিয়ে যাতায়াতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ভূক্তভূগীদের।
তিনি আরো বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এব্যাপারে পদক্ষেপ নিয়েছেন। দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, গত সপ্তাহে রাস্তাটি ‘পটুয়াখালী প্রকল্পে’ অন্তর্ভুক্ত করা হয়েছে, তিনি আরো বলেন, রাস্তাটি যাতে দ্রুত পাকা করনের পদক্ষেপ নেয়া হয়, সে ব্যাপারে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত