গাড়ির বৈধতা যাচাই করছেন শিক্ষার্থীরা
ক্রমে বড় হচ্ছে ছাত্র আন্দোলন। শুরুটা হাফ পাসের দাবিতে। এরই মধ্যে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেমের এক শিক্ষার্থীর মৃত্যুতে আন্দোলন দাবানলে পরিণত হয়েছে। ঘাতক চালকের বিচারের সঙ্গে দাবি উঠেছে নিরাপদ সড়কের। রাস্তায় নামা গাড়িগুলোর কাগজ যাচাই করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় এ দৃশ্য দেখা যায়।
ফার্মগেট মোড়ে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও কমার্স কলেজ, আইডিয়াল কমার্স কলেজ, বি এ এফ শাহীন কলেজ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও হলিক্রস কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে দেখা যায়।
ফার্মগেট এলাকায় শিক্ষার্থীরা বাসসহ কোনো গণপরিবহন চলাচল করতে দিচ্ছে না। ব্যক্তিগত গাড়ির চালকের লাইসেন্সসহ কাগজপত্র তল্লাশি করে দেখা হচ্ছে। কোনো অসঙ্গতি পেলে গাড়ি আটকে রাখা হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেওয়া হচ্ছে না।
আন্দোলনরত শিক্ষার্থী মাসুদ ইসলাম বলেন, একটি দুর্ঘটনা ঘটবে, আর জরিমানা দিয়ে ছাড় মিলবে, এমনটি হবে না। জীবনের মূল্য অর্থ দিয়ে নির্ধারণ করা যায় না।
এ ছাড়া সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা ১০ দফা দাবি পেশ করেছেন। হলিক্রস কলেজের শিক্ষার্থীরাও আট দফা দাবির কথা জানিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবাইয়াত জামান বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবিগুলো আমাদের জানিয়েছে। সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিচ্ছি।তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত