বাগেরহাটে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোহেল রানা, বাগেরহাট প্রতিনিধি: সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাট এর উদ্যোগে অভিভাববক, এসএমসি, শিক্ষা কর্তৃপক্ষ, স্কুল শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুমানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার, এছাড়া বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহবায়ক অধ্যক্ষ সইফ উদ্দিন আহমদ। সনাক সভাপতি প্রফের চৌধুরী আব্দুর রব, সদস্য ফিরোজা নাসরিন ডলি, সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য মো: দেলদার হোসেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য শেখ ইমরুল হোসেন মিন্টুসহ অভিভাবকবৃন্দ।
এসময় অভিভাবকগণ শিংড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়নে বেশ কিছু সুপারিশ প্রদান করেন এবং তা বাস্তবায়নে কর্তৃপক্ষ আশ্বাস দেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে প্রথম কাজ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং তারপর লেখাপড়া চালিয়ে যাওয়া। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার প্রথম কারিগর।
কোমলমতি শিশুদের স্বাস্থ্য সচেতন হতে হবে এবং লেখাপড়ার প্রতি নজর দিতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষক, এসএমসি, গণ্যমান্য ব্যক্তি সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত