ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ল

| আপডেট :  ২১ মে ২০২১, ০৮:৫৯  | প্রকাশিত :  ২১ মে ২০২১, ০৮:৫৯

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো ৮ দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার। শুক্রবার (২১ মে) আগরতলা ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের সঙ্গে স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ২৬ এপ্রিল থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়, যার মেয়াদ শেষ হয় ৯ মে। এরপর দ্বিতীয় দফায় স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়, যা আগামী ২৩ মে শেষ হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় সীমান্ত বন্ধের মেয়াদ আরো ৮ দিন বাড়ালো বাংলাদেশ।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত