পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে মাশরাফি
নতুন দায়িত্ব পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-১ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। শনিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় সাবেক এই অধিনায়ককে।
এর আগে মাশরাফিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়। সংসদ সদস্য পদের বাইরে এবার আরও দুটি দায়িত্বও সামলাতে হবে তাকে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি টাঙ্গাইলের সংসদ সদস্য একাব্বর হোসেন মারা যাওয়ায় সভাপতির পদটি শূন্য হয়। তার জায়গায় প্রধান বিরোধী দল থেকে এমপি রওশন আরা মান্নানকে সভাপতি করা হয়। অন্যদিকে রওশন আরার জায়গায় সদস্য করা হয়েছে মাশরাফিকে।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জাতীয় সংসদে দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব তোলেন। এরপর এই সিদ্ধান্ত দুটি নেওয়া হয়।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত