জানুয়ারিতে বিপিএল, শঙ্কা জাগাচ্ছে ওমিক্রন

| আপডেট :  ০৩ ডিসেম্বর ২০২১, ০৩:২২  | প্রকাশিত :  ০৩ ডিসেম্বর ২০২১, ০৩:২২

করোনা বিরতি কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। আগামী বছরের ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আয়োজিত হবে এই ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের সূচি রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।’

এবারের আসরে প্রতিটি দল সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটার খেলাতে পারবে। তবে এই পথে বড় শঙ্কা তৈরি করছে করোনার নতুন ধরণ ওমিক্রন। বিশ্বব্যাপী মাথাব্যথার কারণ হয়ে ওঠা এই ভাইরাস বাধা হয়ে দাঁড়াতে পারে বিপিএলের ক্ষেত্রেও। সেক্ষেত্রে সরকারি নির্দেশনা আসলে পরিবর্তন আসতে পারে বিদেশি ক্রিকেটারদের নিয়মে।

তিনি বলেন, ‘আমাদের দেশে সবকিছু এখনও স্বাভাবিকভাবেই চলছে। ওটার (ওমিক্রন) প্রভাব সেভাবে পড়েনি। যদি পরে সরকারের কোনো নির্দেশনা আসে বা বিদেশি ক্রিকেটারদের নিয়ে কিংবা ভ্রমণের জটিলতা হয়, তাহলে এখন যেভাবে চিন্তা করছি, তখন কিছুটা ফাইন টিউনিং করতে হবে।’

করোনা পরিস্থিতির কারণে গত বছর বিপিএল আয়োজন সম্ভব হয়নি। যদিও ৫ দলের অংশগ্রহণে ছোট পরিসরে আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ধারণা করা হচ্ছে, এবার ৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএল আয়োজন করা হতে পারে। যাদের সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করবে বিসিবি। ৫ তারিখ (ডিসেম্বর) পর্যন্ত দল জমা নেয়া হবে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত