নিউজিল্যান্ডে খেলতে যাবেন না, বিসিবিকে সাকিবের চিঠি

| আপডেট :  ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:৩০  | প্রকাশিত :  ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:৩০

নিউজিল্যান্ডে দুই টেস্টের সিরিজে সাকিব আল হাসান খেলতে যাবেন না বলে গুঞ্জন ছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, অনানুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ড না যাওয়ার কথা তাকে জানিয়েছেন সাকিবও। তবে বোর্ড চায় আনুষ্ঠানিক চিঠি। বোর্ড প্রধানের এমন কথার মধ্যে ঘোষিত নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে সাকিবকে।

সাকিব আল হাসান আগেই বলেছিলেন, পারিবারিক কারণে যেতে চান না আসন্ন নিউজিল্যান্ড সফরে। কিন্তু সেটা যেহেতু বিসিবিকে লিখিতভাবে জানাননি, আজ তাঁকে রেখেই দুই টেস্টের সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দল ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই বিসিবিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চেয়েছেন সাকিব।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীকে পাঠানো চিঠিতে সাকিব জানিয়েছেন, জরুরি পারিবারিক কারণে তিনি ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে যেতে চান না। সাকিব তাই অনুরোধ করেছেন তাঁকে দলের বাইরে রাখতে। এ ব্যাপারে জানতে নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে মুঠোফোনে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সাকিবও।

৭ দিনের কোয়ারেন্টিনসহ মোট ৪০ দিনের সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্টের ভেন্যু মাউন্ট মঙ্গানুই ও দ্বিতীয় টেস্টটি হবে ক্রাইস্টচার্চে। সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।

 

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত