পুলিশের সহায়তায় ২ বছর পর সন্তানদের সাথে প্রবাসী বাবার কথা

হামিদুর রহমান (কল্পিত) নামে যুক্তরাজ্যে প্রবাসীর স্ত্রী তাহমিনা খাতুন (কল্পিত) এর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। তাহমিনা খাতুন দুই সন্তানকে নিয়ে দেশে ফিরে আসেন। দেশে ফেরার পর সন্তানদের সাথে কিছুদিন যোগাযোগ ছিল হামিদুর রহমানের। এরপর সন্তানদের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয় তার।
দুই বছরেরও বেশি সময় ধরে হামিদুর রহমান তার সন্তানদের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারছেন না। প্রাক্তন স্ত্রী তাহমিনা খাতুন বা তার পরিবারের কারো সাথেও যোগাযোগ করতে পারছিলেন না তিনি। সন্তানদের সাথে কোনো প্রকার যোগাযোগের চেষ্টা না করতে তাহমিনা খাতুনের পক্ষ থেকে হুমকিও দেয়া হয় তাকে।
নিরুপায় হয়ে তিনি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর শরনাপন্ন হন। হামিদুর রহমানের চাওয়া ছিল সন্তানদের সাথে তাকে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা করে দেয়া। আর পুলিশের সহায়তায় দীর্ঘদিন দুই বছরেরও বেশি সময় পর সন্তানদের সাথে যোগাযোগ স্থাপিত হয় হামিদুর রহমানের ।
পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থাকে বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং। পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং খুলনা সদর থানার ওসি আশরাফুল আলমকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করে। ওসি আশরাফুল আলম স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় এ বিষয়টি সমাধান করেন।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত