মুরাদকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেবে জামালপুর আ’লীগ: তথ্যমন্ত্রী

| আপডেট :  ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৪৯  | প্রকাশিত :  ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:৪৯

ডা. মুরাদ হাসানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেবে জামালপুর আওয়ামী লীগ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সদ্য পদত্যাগপত্র জমা দিয়েছেন ডা. মুরাদ। তবে এখনও সাংসদ, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে দলীয় পদে আছেন তিনি। এগুলোর কী হবে?

জবাবে তথ্যমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত ডা. মুরাদ। চাইলেই তাকে সংসদ থেকে বাদ দেয়া যাবে না। তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেবে জামালপুর আওয়ামী লীগ।

ড. হাছান বলেন, ডা. মুরাদের কিছু বক্তব্য সরকার এবং দলকে বিব্রত করেছে। তিনি আগে অন্যরকম ছিলেন। তবে বিগত কয়েক মাসে তাকে ভিন্ন মনে হয়েছে।

তিনি যোগ করেন, ‘তথ্য প্রতিমন্ত্রী হিসেবে ডা. মুরাদ আমাকে সবসময় সহযোগিতা করেছেন। সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমি তার সুস্থতা কামনা করি।’

একের পর এক বিতর্কিত ও বেসামাল মন্তব্যের জেরে এদিন সকালের মধ্যে ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৬ ডিসেম্বর) রাতে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ডা. মুরাদ। বর্তমানে পত্রটি মন্ত্রণালয়ের সচিবের দপ্তরে রয়েছে।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত