ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন যুবারা

| আপডেট :  ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:৫৮  | প্রকাশিত :  ০৭ ডিসেম্বর ২০২১, ০৯:৫৮

ভারতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ভারতের যুব ‘বি’ দলকে ফাইনালে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। প্রথম বলেই মাহফিজুল ইসলামকে ফেরায় টস জিতে ফিল্ডিং নেওয়া ভারত। কলকাতার ইডেন গার্ডেনসে ১১৫ রানে বাংলাদেশের ৭ উইকেট নিয়ে বেশ স্বস্তিতে ছিল স্বাগতিকরা। তবে আইচ মোল্লা ৯৪ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আশিকুর ৫৮ বলে ৫০ রানে বিদায় নেওয়ার পর আইচ সেঞ্চুরির পথে ছুটছিলেন।

কিন্তু ৭ রানের জন্য বর্থ্য হন আইচ। ৯১ বলে ১০ চার ও ২ ছয়ে ৯৩ রান করেন তিনি। ৪১.৪ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৪ রানে।

লক্ষ্য ধরাছোঁয়ার মধ্যে থাকলেও নাঈমুর রহমান নয়নের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারতের দলটি। চতুর্থ ওভারে শন রজারকে ফেরান আশিকুর। ৪ রানে প্রথম উইকেট নেই।

তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ১৫ রানে ৪ উইকেট হারানো দলটি পঞ্চাশ পেরোনোর পর গুটিয়ে যায়। ২১.৩ ওভারে অলআউট তারা। নাঈমুর ৬.৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট পান আশিকুর ও এস এম মেহেরব হাসান।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত