লজ্জার হারের পর যা বললেন মুমিনুল, ইনিংস জিতে যা বললেন বাবর আজম

| আপডেট :  ০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫৫  | প্রকাশিত :  ০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৫৫

ঢাকা টেস্টের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোমাঞ্চ আর উত্তেজনা বাড়তে থাকে। সাকিব আল হাসানের কল্যাণে হাত থেকে ফসকে যাওয়া ম্যাচে প্রাণের সঞ্চার। তবে শেষ বিকেলে আক্ষেপই সঙ্গী হলো বাংলাদেশ দলের। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ২০৫ রানে অলআউট করে ঢাকা টেস্টে ইনিংস ও ৮ রানের জয় তুলে নিল পাকিস্তান।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল বলেন, প্রথম ইনিংসের থেকে আমাদের ভালো করার সুযোগ ছিল। আমরা সাকিব, লিটন ও মুশফিকের কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্স পেয়েছি। কিন্তু শেষ পর্যন্ত আমরা ভালো করতে পারিনি। প্রথমেই ২-৩ উইকেট হারানোর পর খেলায় ফেরা কঠিন উল্লেখ করে বাংলাদেশ দলের এই অধিনায়ক বলেন, আমাদের ১, ২, ৩, ৪ নম্বরে অনেক কাজ করতে হবে। লিটন চট্টগ্রাম এবং ঢাকায় ভালো খেলেছে। তিনি (লিটন) পারফরম্যান্স ধরে রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

এদিকে, বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানালেন, তিনি বোলিং উপভোগ করছেন।

বাবর আজম বলেন, বাংলাদশের সঙ্গে আমার বল করার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা থেকে তিনি বল করেছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেটও পেয়েছেন।

ইনিংস নিয়ে বাবর আজম বলেন, যেভাবে আমাদের ওপেনার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা খেলেছে; বৃষ্টিতে সময় হারানো সত্ত্বেও আমরা কর্তৃত্ব করার মানসিকতা রেখেছিলাম। সাজিদের বল আমাদের দারুন জয় এনে দিয়েছে। ফাস্ট বোলাররা খুব ভালো করেছে এবং আলহামদুলিল্লাহ আমরা জয় পেয়েছি।

বাবর আজম বলেন, মাঠকর্মীরা ভালো উইকেট প্রস্তুত করেছে। বৃষ্টির পর তারা মাঠ ভালো ভাবে আবৃত করেছে এবং ফলাফলের জন্য আমরা যথেষ্ট সময় পেয়েছি। তিনি তাদেরকে ধন্যবাদ প্রদান করেন।

জয়ের বিষয়ে বাবর আজম বলেন, জয় থেকে সর্বদা আমরা আত্মবিশ্বাস পায় এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পাকিস্তান টিম জয়ের মানসিকতা নিয়েই সর্বদা মাঠে নামে। এটা শুধু একজন বা দুইজন খেলোয়াড় না; তাদের সকল ক্রিকেটারই এমন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত