রাষ্ট্রপতি ক্ষমা করলে তবেই বেগম জিয়া বিদেশে যেতে পারবেন: হানিফ

| আপডেট :  ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:৫০  | প্রকাশিত :  ০৯ ডিসেম্বর ২০২১, ০৩:৫০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, রাষ্ট্রপতির কাছে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলে এবং রাষ্ট্রপতি যদি ক্ষমা করেন তা হলেই বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের তৃণমূল বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, আইন অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে, যা অতীতে কেউ পাননি। বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি পায়তারা চালাচ্ছে। যা কখনো সফল হবে না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগের বিষয় হানিফ বলেন, অপকর্মকারী কেউ পার পাবে না। তৃণমূল আওয়ামী লীগে মনোনয়ন বাণিজ্য, চাঁদ, মাদক ও সন্ত্রাসের সাথে জড়িত থাকার প্রমান পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে তৃণমূল বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিদ রায় নন্দী, রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খান, সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন।

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত