চীনের শিনজাং এ উইঘুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে
চীনের শিনজাং এ উইঘুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাজ্যভিত্তিক একটি ট্রাইব্যুনাল। বেসরকারি এই ট্রাইব্যুনাল আরও বলে, চীনা সরকার উইঘুর নারীদের জন্ম নিয়ন্ত্রণ ও জোরপূর্বক বন্ধ্যা করেছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযোগ করে স্বাধীন ট্রাইব্যুনালটি।
ট্রাইব্যুনাল প্রধান ও মানবাধিকার বিষয়ক প্রখ্যাত আইনজীবী স্যার জিওফ্রে নাইস জানিয়েছেন, বেইজিং ইচ্ছাকৃত, পদ্ধতিগত ও সম্মিলিতভাবে উইঘুরদের নির্মূল করতে চাইছে বলেই বিশ্বাস করেন প্যানেল সদস্যরা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংসহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা এর জন্য সমানভাবে দায়ী বলে বিশ্বাস করেন তারা।
তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের সবাই প্রশ্নাতীত ভাবেই এ বিষয়ে একমত হয়েছে যে, নানা অমানবিক পদক্ষেপের মাধ্যমে ও মানবাধিকার লংঘন করে চীনা সরকার উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে।
বেশ কয়েকবছর ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব অভিযোগ করে আসছে, উইঘুরদের নির্যাতনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করছে চীন। যদিও বরাবরাই এ অভিযোগ অস্বীকার করে আসছে বেইজিং।
যুক্তরাজ্যভিত্তিক এই প্রতীকী ট্রাইব্যুনালটির মূলত কোনও আইনি শক্তি নেই। এমনই ট্রাইব্যুনালটি ব্রিটিশ সরকার কর্তৃক স্বীকৃত না। এটি মূলক আইনজীবী ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত হয়। তবে, আইনি গুরুত্ব না থাকলেও ট্রাইব্যুনালটি আন্তর্জাতিক গুরুত্ব রয়েছে।
আরও পড়ুন
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত