বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া

| আপডেট :  ১০ ডিসেম্বর ২০২১, ০৬:৩৯  | প্রকাশিত :  ১০ ডিসেম্বর ২০২১, ০৬:০৩

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজার খুলেছে। সব পেশার শ্রমিক নেওয়ার অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন। প্রবাসী কল্যাণ সচিব বলেন, ‘মাল‌য়ে‌শিয়ায় বাংলা‌দেশি কর্মী নিয়োগের লক্ষ্যে দেশ‌টির মানবসম্পদ মন্ত্রণালয়ের সম‌ঝোতা স্মারক সই কর‌বে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। মাল‌য়ে‌শিয়ার সরকার সম‌ঝোতা স্মারক সই‌য়ের অনুম‌তি দি‌য়ে‌ছে। এর আগে, সমঝোতা স্মারকের খসড়ায় ৬ ডিসেম্বর চূড়ান্ত মতামত এসেছে।’ গত ৭ ডি‌সেম্বর প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ জা‌নি‌য়ে‌ছি‌লেন, চল‌তি মা‌সেই সম‌ঝোতা স্মারক সই হ‌তে পা‌রে।

বাংলা‌দেশ থে‌কে কর্মী নি‌তে পাঁচ বছর আ‌লোচনার পর ২০১৬ সা‌লের ‌ফেব্রুয়া‌রি‌তে চু‌ক্তি ক‌রে মাল‌য়ে‌শিয়া। ত‌বে বহুল আ‌লো‌চিত জিটু‌জি প্লাস না‌মের চু‌ক্তি এক‌দিন প‌রেই স্থ‌গিত ক‌রে মাল‌য়ে‌শিয়া।

নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার হলে ২০১৭ সা‌লের শুরু‌তে মাল‌য়ে‌শিয়ায় কর্মী পাঠা‌নো শুরু হয়। দুই বছ‌রে প্রায় পৌ‌নে দুই লাখ কর্মী যায় দেশ‌টি‌তে। মাত্র ১০‌টি রিক্রু‌টিং এ‌জে‌ন্সি কর্মী পাঠা‌নোর কাজ পে‌য়ে‌ছিল।

জিটু‌জি প্লা‌সে পাঁচ হাজার কো‌টি টাকার বে‌শি দুর্নী‌তি হ‌য়ে‌ছে। এ অ‌ভি‌যো‌গে মাহ‌থির মুহাম্মদ ক্ষমতায় ফি‌রে ২০১৮ সা‌লে বাংলা‌দেশ থে‌কে কর্মী নেওয়া বন্ধ ক‌রে দেন। এরপর অ‌নেকবার আ‌লোচনা এবং ক‌য়েক দফা ঘোষণা দি‌য়েও খু‌লে‌নি মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার।বাংলাদেশিদের জন্যক সুখবর দিলো মালয়েশিয়াবাংলাদেশিদের জন্যক সুখবর দিলো মালয়েশিয়া

আরও পড়ুন


  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত